May 8, 2021

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষৈ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর বাবলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কাজ চলছে। এছাড়া তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।